হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, গাজায় যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক কূটনৈতিক চাপ উপেক্ষা করে ইসরাইল একগুঁয়ে থেমে থাকেনি, ইহুদিবাদী বাহিনী নিরপরাধ বেসামরিক মানুষের ওপর বোমাবর্ষণ করে।
ইসরাইলি বোমা হামলায় ৩৬০০ জনের বেশি শিশু ও ১৮০০ নারীসহ শহীদের সংখ্যা ৮ হাজারে পৌঁছেছে এবং এ পর্যন্ত আহত হয়েছেন ১৯ হাজার ৭৪৩ জন।
গাজায় বর্বরোচিত বোমাবর্ষণের ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ছড়িয়ে পড়েছে এবং এখনো শত শত লাশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ার আশঙ্কা রয়েছে।
ইহুদিবাদী শাসক যুক্তরাষ্ট্রের সমর্থন ও সহযোগিতায় গাজার নিরীহ ও নিপীড়িত জনগণের বিরুদ্ধে তার বর্বর অপরাধ চালিয়ে যাচ্ছে, কিন্তু প্রতিরোধও তাদের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিয়েছে।
এমনকি রবিবার সকালেও ইহুদিবাদী সরকারের যুদ্ধবিমান গাজার বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ অব্যাহত রাখে এবং গাজার জনগণকে গণহত্যা করতে সাদা ফসফরাস বোমা ব্যবহার করে।
কয়েক ঘণ্টা আগে, ইহুদিবাদী সরকারের সন্ত্রাসী সৈন্যরা গাজার মাঝখানে নুসিরাতের বিলাল বিন রাবাহ মসজিদে বোমাবর্ষণ করে, যাতে অন্তত ১২ জন শহীদ হয়।